Full width home advertisement

Online Income

Airdrops

Post Page Advertisement [Top]

DSCN3773-600x337

মাগুরায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সোমবার একই পরিবারের তিন সদস্যকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়া শহরের চাউলিয়া বাজারের একটি বাড়ি এবং পার্শ্ববর্তি এলাকা লক ডাউন ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের চাউলিয়া বাজারের জাফর মল্লিকের বাড়ির ভাড়াটিয়া সঞ্জয় বিশ্বাস (৩৮) নোয়াখালি পূবালি ব্যাংকের কর্মচারি। ২৬ মার্চ ছুটিতে মাগুরা ফেরার থেকে তিনি সর্দি, কাশি, জ্বর নিয়ে বেশ অসুস্থ্যতায় ভূগছিলেন। গত দুইদিন ধরে তার মা সবিতা রাণি (৫৫) এবং শিশু সন্তান সৌম্য (৭) অসুস্থ্য হয়ে পড়ার পর সোমবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে বাড়িটিসহ পার্শ্ববর্তি এলাকা লক ডাউন ঘোষণা করা হয়। বর্তমানে ওই তিন সদস্যকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এছাড়া পরিবারের অপর দুই সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা ঘটনার সত্যতা জানিয়ে জেলার সকলকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন।






Bottom Ad [Post Page]

EN_725_90
| Designed by Colorlib