Full width home advertisement

Online Income

Airdrops

Post Page Advertisement [Top]

 আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করি সবাই ভাল আছেন।
বন্ধুরা আমরা জীবনে সবাই সফল হতে চাই।কিন্তু তার পরো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জীবনে সফল হতে পারি না।তার প্রধান কারন হলো আমরা নিজেরাই।আমরা যখন কোন কাজ শুরু করে একবার র্ব্যথ হই,তখন আমরা সেই কাজটি করার আশা ছেরে দেই।আবার যখন আমরা পৃথিবীতে সফল মানুষদের কথাগুলো শুনি তখন আমারা বলি তাদের কাছে সব ছিলো,কিন্তু আমার কাছে কিছুই নেই।আর সবথেকে বড় যেই অজুহাতটা দিয়ে থাকি তা হলো তাদের ভাগ্য এটা ছিলো তাই তারা এটা পেরেছে,আমাদের ভাগ্য নেই তাই আমরা এটা পারব না।কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছেন যাদের শুরুতে কিছুই ছিলো না,কিন্তু অনেক পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে আজ সফলতার চূড়ান্ত শিকরে পৌছেচেন।তাদের সফলতার গুপন কিছু কথা আজ আমি আপনাদেরকে বলব যা পালন করলে আপনিও একদিন সফল হবেন।
তো চলুন সফলতা অর্জনের জন্য ৬ টি টিপ্স জেনে নেই।
১.বড় সপ্ন দেখা।
সফল মানুষরা এই কথাটা সব সময় বলেন যে,সফলতা অর্জনের জন্য অবশ্যই বড় সপ্ন দেখতে হবে।কারন যখন আপনি বড় সপ্ন দেখবেন তখন আপনার ব্রেন আপনাকে সেই সপ্ন পালন করার জন্য অনেক উপায় দেখাবে।আর আপনি পরিশ্রমের মাধ্যমে সেই সপ্ন পালন করতে পারবেন,তাহলে আপনি  যদি সফল হতে চান, তাহলে আজ থেকেই বড় সপ্ন দেখা শুরু করুন।
২.পরিশ্রম করতে শিখুন
আপনি হয়তো এটা ভালো করেই জানেন যে,পরিশ্রম ছারা সফলতা অর্জন করা অসম্ভব।আর সফলতা অর্জনের কোন শর্টকাট রাস্তা নেই।পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা তাদের লক্ষ্য পৌছানোর জন্য প্রতিদিন ১৮/১৯ ঘন্টা পরিশ্রম করেছেন ফলে তারা আজ সফল হতে পেরেছেন।তাই আপনি যদি সফল হতে চান তাহলে আজ থেকেই পরিশ্রম করা শুরু করুন
৩.রাতে ঘুমানোর আগে বই পরুন।
পৃথিবীতে আজ যারা সফল হয়েছেন,তারা প্রতিদিন রাতে বিভিন্ন বই পরতেন।কিন্তু আমরা রাতে বই পরার বদলে ফেসবুক চালায়,কিন্তু এই কাজ টি পালন না করলে সফলতা অর্জন করা প্রায় অসম্ভব।সেই টা যেই রকম বই হতে পারে যেমন:মোটিভেশনাল বই,সফল মানুষের জীবন কাহিনি বই।এই বইগুলো পরলে আপনি সফলতা অর্জনের জন্য সবার থেকে একদিক এগিয়ে থাকবেন।
৪.তারাতাড়ি ঘুমাতে যান,এবং ভোরবেলায় ঘুম থেকে অঠুন।
আপনাকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে।কারন একদিকে এটি যেমন আপনার শরিরকে ভালো রাখবে,আবার অন্যদিকে আপনার কাজ শেষ করার পর্যাপ্ত সময় এবং আগ্রহ পাবেন,তাই এখন থেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে শিখুন।আর আপনি যদি ইতিমধ্যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেন,তাহলে এর উপকারিতা সম্পর্কে আপনাকে আর কিছু বলতে হবে না।
৫.প্রতিদিন নিত্যনতুন কিছু জানুন এবং শিখুন।
সফল মানুষরা প্রতিদিন তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে।আপনি যদি প্রতিদিন একটি নতুন কাজ শিখেন তাহলে বছর শেষে আপনি ৩৬৫ টি নতুন কিছু শিখা হয়ে গেছে।তাই প্রতিদিন নতুন কিছু শিখুন।জীবনে অনেক কিছু শিখতে পারবেন।
৬.সময় নষ্ট করা থেকে বিরত থাকুন।
অনেক মানুষ সময়কে ভালভাবে ব্যবহার করেছেন বলে আজ তারা সফল মানুষে পরিণত হতে পেরেছেন।আপনিও যদি সময়কে ভালভাবে ব্যবহার করেন তাহলে আপনিও যে ভবিষ্যতে একজন সফল বেক্তি হতে পারবেন,তাতে কোন সন্দেও নেই।
তাহলে বন্ধুরা আমি আজ আপনাদের কাছে সফল মানুষদের যেই ৬ টি গুন শেয়ার করলাম তা শুনলেই যে আপনি সফল হবেন তা কিন্তু না,আপনাকে শুনার পর অবশ্যই গুনগুলো পালন করতে হবে তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন।
এই ৬ টি গুনের মধ্যে কোন গুনটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন।
তো আজকে এইখানেই শেষ করছি।পরের লেখাটা খুব শীগ্রই আসছে।তার আগ প্রর্যন্ত সবাই ভাল থাকবেন।এবং গ্রাথর লেখালেখি সাইট এর সাথেই থাকবেন।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib