Full width home advertisement

Online Income

Airdrops

Post Page Advertisement [Top]

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো অাছেন।
অাপনারা নিশ্চই জানেন বিশ্বের
প্রায় অধিকাংশ দেশেই একটি ভাইরাস
অাঘাত হেনেছে। যার নাম করোনা ভাইরাস।
সর্বপ্রথম এই ভাইরাসের উৎপত্তি হয় চীন দেশে। পরে তা অাস্তে আস্তে ছড়িয়ে পরে বিশ্বের প্রায় সব দেশে। এমনকি অন্যান্য
দেশের মত বাংলাদেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়ছে।অার এই ভাইরাসে বিশ্বর
প্রায় ২,০০,০০০ লোক আাক্রান্ত হয়েছে।
আর যেহেতু এই ভাইরাসের প্রভাব আ মা-
দের দেশেও পড়েছে তাই সবসময় সতর্ক
থাকতে হবে। যেখানে বেশি মানুষ থাকবে
সেখানে যাওয়া যাবে না। কয়েকটা দিন
বাড়িতেই থাকতে হবে।অপ্রয়োজনে ঘর
থেকে বের হওয়া যাবে না।
কোন বিশেষ দরকারে বাইরে যেতে হলে মুখে মাক্স ব্যাবহার করতে হবে।যেখানে – সেখানে
থুথু ফেলা যাবে না,অপরিষ্কার কিছু ধরা
যাবেনা,হাত দিয়ে চোখ,মুখ ধরা যাবে
না। সবসময় পরিষ্কার – পরিচ্ছন্ন থাকতে
হবে।খাবার খাওয়ার অাগে হাত সাবান বা
হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ড
ভালো
ভাবে হাত ধুতে হবে।একজন মানুষের কাছ
থেকে ৩ ফিট দূরে থাকতে হবে।
আর কারওযদি হাচি, কাশি বা জ্বর থাকে তাহলে যততারাতারি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবেঅার এভাবেই আমাদের দেশ এবং পুরো বিশ্ব করোনা মুক্ত হতে পারবে।
★★হ্যান্ড স্যানিটাইজারের প্রয়োজনিয়তাঃ
আমরা সবাই সারাটা দিন কিছু না কিছু
কাজ করি। আর এর ফলে আমাদের হাতে
নানা ধরনের জীবাণু থাকে যা থেকে ছড়াতে
পারে খুব বড় ধরনের অসুখ।আর তাই
প্রতিটা কাজের শেষে নিজেদের হাত জীবাণু
মুক্ত করা উচিত।এমনকি খাবার খাওয়ার আগে ২০ সেকেন্ড হাত ভালোভাবে পরিষ্কার
করা উচিত।আর কোন জিনিসে জীবাণু
বেশি থাকে জানেন? আমার আর আপনার
প্রিয় মোবাইলে।মোবাইল ফোনে জীবাণু
অনেক দিন বেঁচে থাকতে পারে। হাত না হয়
সাবান কিংবা হ্যান্ড ওয়াস দিয়ে পরিষ্কার
করে নিবেন।কিন্তু মোবাইল ফোন কি সাবান
দিয়ে পরিষ্কার করতে পারবেন? না পারবেন
না।আর এই কাজ একমাত্র সম্ভব করা যাবে
হ্যান্ড স্যানিটাইজার দিয়ে।আার এটি দিয়ে
জীবাণু দূরও হয় বেশি।কিন্তু এখন বাজারে
এর খুব সংকট এবং দামও একটু বেশি।আর
তাই আমি দেখাব কিভাবে কম খরচে বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায়।
★★★★হ্যান্ড স্যানিটাইজার বানানোর পদ্ধতিঃ
উপকরণঃ
(১) এলোবেরা/ এলোবেরা জেল।
(২) ভিটামিন ই- কেপসোল।
(৩) ইথাইলঅ্যালকোহল/ ডেটোল।
★★★ বানানোর পদ্ধতিঃ
প্রথমে একটি এলোবেরা কেটে তা থেকে জেল আলাদা করে নিয়ে তাতে চার- পাঁচটা
ভিটামিন ই- কেপসোল দিয়ে ভালোভাবে মেস করে নিতে হবে। তারপর
এতে ইথাইলঅ্যালকোহল বা ডেটোল দিয়ে
পাঁচ মিনিট নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে
হ্যান্ড স্যানিটাইজার।
★★★ আমার পোস্ট ভালো লাগলে লাইক,
কমপন্ট,শেয়ার করুন।
★★★ ধন্যবাদ ★★★

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib