হা…ঠিক…ধরেছেন…মোবাইল
নাম্বার গোপন রেখে কল করা যায়। এজন্য আপনার প্রয়োজন গুগোল প্লেস্টোর থেকে এ ধরনের এক বা একাধিক অ্যাপস ডাউনলোড করে নেয়া।
কিন্তু
এই অ্যাপসগুলো আপনার মোবাইলের সমস্ত কল নম্বর, মেসেজ, ফটো, অডিও, ভিডিও,
লোকেশন এমনকি কোথাও লগইন করেছেন তার সকল তথ্য একসেস চেয়ে নিয়ে যাবে। আর
কাজে লাগাবে উইকিলিক্সের মতো শত প্রতিষ্ঠানে অর্থ বিনিময়ে।
পক্ষান্তরে
আপনি কী পাবেন? মোবাইল নাম্বার গোপন রেখে কল করা, তাও সম্ভবপর হবে যদি
আপনার সিম কোং আপনাকে এ ব্যাপারে ঐ সময় একসেস দেয়। কি দরকার এত ঝামেলা
করার, এমনিই তো বেশ ভাল আছেন!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.