Full width home advertisement

Online Income

Airdrops

Post Page Advertisement [Top]

18-07-34-images
আমরা সবাই অনলাইন কথাটার সাথে সবাই পরিচিত।কেউ অনলাইন ব্যবহার করে নিজের অফিসের কাজ সারে।কেউ বা বিভিন্ন জিনিস নিয়ে ঘাটা ঘাটি করে।কেউ বা অনলাইনে টাকা আয় করার চিন্তা করে। তারা শুধু শুধু সময় নষ্ট করছে। কারন অনলাইনে কাজ করলেই শুধু হয় না শুধু মাথা ঘাটাতে হয়।আর যে মাথা ঘাটাতে পারে সেই অনলাইন থেকে টাকা আয় করতে পারে।তবে আমি এবার যে অ্যাপ টার কথা বলবো।সেই অ্যাপ টা থেকে মাথা খাটাতে হবে না। শুধু রেজিস্টেশন করলে এই অ্যাপ টা থেকে ১৫০০ টাকা আয় করতে পারবেন। আমি সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি দেরি করানোর জন্য।
আমি এবার একটা যে অ্যাপ টার কথা বলছি সেই অ্যাপ টা রেজিস্ট্রেশন করলেই ১৫০০ টাকা আয় করতে পারবেন।এই কথাটা এক দম সত্যি।অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করলেই পাবেন ১৫০০ টাকা। আমি আর আপনাদের দেরি করাতে চাই না। সেই অ্যাপ টির নাম Uber। এই অ্যাপ থেকে রেজিস্ট্রেশন  করলেই আপনারা পেয়ে যাবেন ১৫০০ টাকা। এই টাকা আপনি বিকাশ, রকেট, নগদ থেকে নিতে পারবেন।যেকোন সময় এই টাকা আপনি উঠাতে পারবেন। এই টাকা উঠাতে পারবেন আরো টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপ থেকে।
এখন যারা আপনারা এই অ্যাপ ডাউনলোড দেন নি তারা দেরি না করে এখনি ডাউনলোড দিন। তবে এই অ্যাপ শুধু গুগল প্লে স্টোরে পাবেন। এই অ্যাপ থেকে আপনি হাজার টাকা ইনকাম করতে পারবেন।শুধু তারা করুন আর কিভাবে করবেন তা আমি বলে দিচ্ছি।প্রথমে অ্যাপ টা ওপেন করবেন তার লেখা উঠবেন create account এবং login। আপনি create account এ চাপ দিবেন।তার পর আপনার নাম দেবেন। তারপর ই-মেইল নাম দিবেন তারপর আপনার ফোন নাম্বার দেবেন। তার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে সেটা অই যায়গায় বসিয়ে দেবেন।
এখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর আপনি অ্যাপ টার মধ্যে ডুকে কাজ শুরু করে দেবেন।তাহলে আস্তে আস্তে আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন।আর রেজিস্ট্রেশন হলে পাবেন ১৫০০ টাকা আর কাজ করলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। এর থেকে বড় সুযোগ আর হয় না তাই এখনি অ্যাপ টি থেকে কাজ করা শুরু করেন।তাহলে আপনি আরো টাকা ইনকাম করতে পারবেন।
EN_725_90

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib